প্রবাদপ্রতিম শিল্পী মান্না দের আজ, ২৪ অক্টোবর, ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। বাংলা এবং হিন্দি গানের জগতে মান্না দে এক অবিস্মরণীয় নাম। শিল্পীকে নিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে… ‘প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দের মৃত্যুবার্ষিকীতে জানাই প্রণাম। ২০১৩ সালে বেঙ্গালুরুতে ওনাকে ‘বিশেষ সঙ্গীত সম্মান’ এ ভূষিত করতে পেরে আমরা গর্বিত।’
২০১৩-র আজকের দিনেই ৯৪ বছর বয়সে প্রয়াত হন মান্না দে। সেদিনও ছিল বৃহস্পতিবার, আজও। ১৯৫৩ সালে ‘কত দূরে আর নিয়ে যাবে বল’ গান দিয়ে তাঁর আত্মপ্রকাশ। তারপর একটানা প্রায় ৫৫ বছরের বেশি সময় তিনি গানে গানে ভরিয়েছেন বাঙালি আর ভারতবাসীকে। তাঁর গাওয়া প্রায় সাড়ে তিন হাজার গানের ডালি আজও শ্রোতাদের খনির আখর।





























































































































