বারাসতের বিখ্যাত কালীপুজোর মধ্যে যে নামটি প্রথমসারিতে থাকে, সেটি কেএনসি রেজিমেন্ট। এবার ৬০ বছরে পদার্পণ করছে কেএনসি রেজিমেন্ট। আর এই হীরক জয়ন্তী অর্থাৎ বিশেষ বছরে তাদের ভাবনা হেরিটেজ অফ বেঙ্গল”।



পুজো উদ্যোক্তারা জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবার তারা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হেরিটেজ শিল্প অর্থাৎ কুটির শিল্পগুলিকে তুলে ধরেছে। তাই শিল্পী গৌরাঙ্গ কুইলার নিখুঁত শৈল্পিক নিদর্শন দেখা যাবে কেএনসি রেজিমেন্টের পুজোয়। যেখানে শিল্পী পাট,পাকাটি, পাটের দড়ির মত সরঞ্জাম ব্যবহার করে ডোকরা শিল্প নিদর্শন তুলে ধরছেন মণ্ডপে। অন্যদিকে, সাবেকিয়ানা পথ ছেড়ে এবার থেমে পা বাড়িয়েছে কেএনসি রেজিমেন্ট।



প্রতিমা এবং আলোকসজ্জাতেও চমক থাকছে কেএনসি রেজিমেন্টের। চন্দননগরের অভিনব আলো দিয়ে ভরিয়ে দেয়া হয়েছে গোটা গোটা কেএনসি রোড। আর থাকবে রীতি মেনে কুমোরটুলির মাটির প্রতিমা। তাই বারাসতের পুজো দেখতে গেলে আপনাকে কেএনসি রেজিমেন্টে একবার আসতেই হবে।



ছবি-প্রকাশ পাইন
আরও পড়ুন-টাকা না পেয়ে সমবায় ব্যাঙ্কে তালা





























































































































