একজন মানুষকেও রাজ্য থেকে তাড়ানো হবে না। আমি বলছি, সব মানুষ এখন থাকবে। সব ধর্মের মানুষ এখানে থাকবে। আমি সকলের পাহাড়াদার। আমি মমতা ব্যানার্জি। আমি যদি বলি শুধু ব্যানার্জি এই রাজ্যে থাকবে, সেটা হয় নাকি! দরকারে আমার নাম থেকে ব্যানার্জি চলে যাবে। কিন্তু মানুষটা থাকবে। এই তো অসমে এনআরসি হল। সেখানে সবচেয়ে বেশি যারা বাদ পড়েছে, তারা হল রাজবংশী। কিন্তু এখানে এসব হবে না। এনআরসি হবে না। হিন্দুদের কাছে গিয়ে বলা হয়েছে, তোমরা থাকবে, ওরা থাকবে না। একের বিরুদ্ধে অন্যকে লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিশ্চিন্ত থাকুন। শুধু যথাযথভাবে গণনায় নিজের নাম তুলুন।
আরও পড়ুন-শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?





























































































































