নোবেলজয়ীকে বিজেপির কটাক্ষ নিয়ে এবার প্রকাশ্যে পাল্টা কটাক্ষ মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে পুলিশের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ওরা বাঙালির নোবেল জয় নিয়ে কটাক্ষ করছে। জিজ্ঞাসা করি, যতবার নোবেল আসছে ততবারই বাংলার নাম। কেন? বাংলা যে মেধা-বুদ্ধি- ভাবনায় দেশে এগিয়ে এবং সেরা, তা সারা পৃথিবী মেনে নিচ্ছে। পুরস্কৃত করছে। কে কী বলছে, তাতে কী যায় আসে? বাংলা আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নেবে। সেই দিন সামনে দেখা যাচ্ছে।
আরও পড়ুন – প্রেসিডেন্সিতে ছাত্র ভোট ১৪ই





























































































































