ফের দুর্ঘটনা নিউটাউনে। এবার হন্ডা সিটি গাড়ি সজোরে ধাক্কা মারে একটি বাইকে। আশঙ্কাজনক তিন বাইক আরোহী। ধাক্কা মেরে ডিভাইডার উঠে যায় গাড়িটি।
হন্ডা সিটি গাড়িটি নিউটাউন বাস স্ট্যান্ড থেকে নারকেল বাগান মোড়ের দিকে যাওয়ার সময় সিগন্যাল ভেঙে পার হতে যায় খুব দ্রুত বেগে। সেই সময় একটি বাইকে তিনজন রাস্তা অতিক্রম করছিল। সেই বাইকে সজোরে ধাক্কা মেরে তারপর ডিভাইডারে ধাক্কা মারে।
এই ঘটনায় বাইকে থাকা তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।অভিযোগ, অত্যন্ত দ্রুত বেগে বেপরোয়াভাবে আসছিল গাড়িটি। সিগন্যাল রেড হওয়াতে ব্রেক ধরেনি। পুলিশ হন্ডা সিটি গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে।
আরও পড়ুন-ফ্যাশন দুনিয়ায় নিজের ছাপ রাখতে চান হুগলির প্রিয়াঙ্কা






























































































































