মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে সকাল থেকেই উৎসবের মেজাজে চলছে ভোটগ্রহণ পর্ব। রাজনীতিবিদ, সাধারণ মানুষ, ব্যবসায়ীদের পাশাপাশি ভোটদানে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সমাজের বিভিন্নস্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের মধ্যেও।
লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটি, ভিআইপি, ভিভিআইপিরাও।
মুম্বই-এর মত হাইপ্রোফাইল সিটে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকার। ভোটদান পর্বে তার সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি এবং পুত্র অর্জুন।
আরও পড়ুন – স্ত্রী লারা দত্তকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রাক্তন টেনিস তারকা মহেশ ভূপতি






























































































































