নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিজেপির কিছু নেতার মন্তব্যে অখুশি রাজ্যপাল জগদীপ ধনকড়। এ বিষয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট বলেন, “যাঁরা মন্তব্য করছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। এসব নিয়ে আমাকে প্রশ্ন করবেন না।” নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, “এক জন বাঙালি নোবেল পাওয়ায় আমি খুশি। আমরা রাজভবনে ওঁকে সংবর্ধনা দিতে চেয়েছিলাম। অল্প সময়ের জন্য হলেও উনি রাজভবনে আসতে পারেন কিংবা আমি ওঁর বাড়ি যেতে পারি।’’
একইসঙ্গে রাজ্যপাল বলেছেন, “এ বার উনি কম সময়ের জন্য কলকাতায় আসছেন। ওঁর মায়ের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা হয়েছে। কলকাতায় আসার পরে মায়ের কাছে আমার অনুভূতির কথা উনি নিশ্চয় শুনবেন। অল্প সময়ের জন্যও ওঁর সঙ্গে দেখা হলে গর্বিত বোধ করব।’’
আগামীকাল, মঙ্গলবার বিকেলে অভিজিৎবাবুর কলকাতায় পৌঁছনোর কথা। মঙ্গল-বুধ শহরে কাটিয়ে তাঁর ফেরার উড়ান বৃহস্পতিবার ভোরে।





























































































































