রাজ্যপাল আর সরকার সংঘাত অব্যাহত। কয়েকদিন আগেই রাজ্যপালের সমালোচনার জবাব দিয়েছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবার তাঁকেই নাম না করে দুষলেন জগদীপ ধনকড়। রাজ্যপাল বলেন, “উনি যা বলছেন, তা সত্যি নয়। ওনাকে বলব, উনি প্রকৃত তথ্য যাচাই করে সত্য বলুন।” রবিবার চিকিৎসকদের সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাও করেন রাজ্যপাল।
জগদীপ ধনখড়ের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনকে কটাক্ষ করেছিলেন সুব্রত। গাড়িতে ওঠার আগে সুব্রত মুখোপাধ্যায়ের নাম না করে হাতজোড় করে রাজ্যপাল বলেন, “উনি রাজ্য সরকারের একজন মন্ত্রী। সিদ্ধার্থশঙ্কর রায়ের সময়ও মন্ত্রী ছিলেন। ওনাকে বলব, আপনি সরকারি তথ্য যাচাই করুন।”





























































































































