সোশ্যাল মিডিয়ার হইচইয়ের যুগে নিজেকে সেখান থেকে স্বযত্নে সরিয়া রাখেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি এই মাধ্যমটা সম্বন্ধে একটু কমই জানি। কারণ, ‘বিষের’ মতোই সোশ্যাল মিডিয়াকে এড়িয়ে চলি। তবে একটা ভয়ের জায়গা তো তৈরি হচ্ছেই। আর একে মাধ্যম করেই দেশের মুসলিম, দলিত সহ নানা সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে। এর পিছনে সংগঠিত রাজনৈতিক শক্তিও থাকতে পারে। সব মিলিয়ে তো ভয়েরই ব্যাপার। বিশেষত আমাদের মতো দেশে।
সোশ্যাল মিডিয়ায় ভুল খবর, মিথ্যা খবর, মিথ্যা রটনা কীভাবে বন্ধ করা যাবে? নোবেলজয়ীর সরল স্বীকারোক্তি, সত্যি বলতে কি, এটা আমিও জানি না। শুধু এটুকু বলতে পারি, আমি মানুষের কথা বলার বা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। এর উপর কোনও প্রতিষ্ঠানের খবরদারি করা উচিত নয়। সেই বক্তব্য আমার অপছন্দের হলেও নয়।
ভিডিও সৌ: দ্যা ওয়ার.ইন































































































































