শুধু চারটে বিশ্ববিদ্যালয় নয়, রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন করাতে চায় সরকার।
কলেজ ভোট প্রসঙ্গে উঠলে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে আলোচনা করে সঠিক দিনক্ষণ ঠিক করে সব কলেজেই ছাত্রভোট করানো হবে।
নিজেদের দলের ছাত্র সংগঠন প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় জানান, তৃণমূল ছাত্র সংগঠনে নতুন সম্ভাবনাপূর্ণ নেতৃত্বকে তারা চিহ্নিত করছেন। পাশাপাশি তিনি আরও জানান, আগামী নভেম্বর মাসের ১৫ তারিখ তৃণমূল ছাত্র কনভেনশন হবে। সেই কনভেনশনে নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন – চলন্ত ট্রেনে মহিলাদের ব্লেড চালিয়ে হেনস্থা, তারপর?
দলীয় কর্মসূচি নিয়ে তৃণমূল মহাসচিব জানান, আগামীকাল থেকে ২৪ তারিখ পর্যন্ত “শুভ বিজয়া যাত্রা” করবে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যেই এই যাত্রা হবে।
এর পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ উঠলে তিনি বিজেপির কড়া সমালোচনা করেন। বলেন, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাঁর প্রাপ্তিকে এইভাবে ছোটো করাটা ঠিক নয়। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল পুরস্কার প্রাপ্তির পর যেভাবে বিজেপির বিভিন্ন নেতারা তাঁকে আক্রমণ করছে তা ঠিক নয়।





























































































































