অযোধ্যা নিয়ে রায় বেরনোর আগে বিজেপির সলতে পাকানো শুরু হয়ে গেল। তাদের বিশ্বাস রায় রাম মন্দিরের পক্ষেই যাবে। আর তাতে উৎসাহিত হয়েই এবার কাশী-মথুরার সন্ন্যাসীরা নতুন দাবি তুলে দিলেন। অল ইন্ডিয়া আখাড়া পরিষদের দাবি, এবার কাশী-মথুরার কাছে থাকা মসজিদ নিয়ে সরকারকে চিন্তা-ভাবনা করতে হবে। বারানসীর মসজিদ আর মথুরার মসজিদগুলি নিয়ে তাঁরা আন্দোলনে নামবেন।
আখড়ার মহান্ত নরেন্দ্র গিরিকে সামনে রেখে এই আন্দোলন শুরুর প্রস্তুতি চলছে। উত্তরপ্রদেশে যোগী সরকার যে তাঁদের সঙ্গে সহযোগিতা করবেন, সে ব্যাপারে আন্দোলনকারীরা নিশ্চিত। তাঁরা ওই এলাকায় মন্দির ছাড়া অন্য কিছু রাখার বিপক্ষে। বিজেপি নেতা বিনয় কাটিয়ার এই দাবিকে সমর্থন করে বসে আছেন।
আরও পড়ুন – ফৌজি-তৎপরতায় INX-মামলায় চার্জশিট চিদম্বরমকে, রয়েছে আরও 13 নাম































































































































