মাছ ধরাকে কেন্দ্র করে পদ্মার বুকে যেভাবে বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনীর গুলিতে ভারতের বিএসএফ জওয়ান বিজয় ভান সিংয়ের মৃত্যু হয়েছে এবং আরও একজন জখম হয়েছেন, তা নিয়ে শুক্রবার এলাকা তপ্ত। ভারত তৎপর। বাংলাদেশকে কড়া বার্তা দেওয়া হয়েছে। জলসীমানায় ভারতের বাহিনী, বোট, লঞ্চ বেড়েছে। ভারতের বক্তব্য, অন্যায়ভাবে আটক ভারতীয় মৎস্যজীবীকে ছাড়িয়ে আনতে বিএসএফ কর্তারা যান বৈঠক করতে। সেখানে তাদের ঘিরে ধরে বাংলাদেশ যেভাবে গুলি চালিয়েছে, তা আপত্তিকর। দিল্লিও ঢাকাকে বিষয়টি জানিয়েছে। জানা গেছে, চাপে পড়ে বাংলাদেশ তাদের ঐ ইউনিটকে সরিয়ে নিয়েছে।































































































































