রাজ্যপাল-রাজ্য সঙ্ঘাত নিয়ে দু’পক্ষকেই এক হাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর সাফ কথা, রাজ্যপাল সাংবিধানিক প্রধান। তিনি কখনোই টম-ডিক-হ্যারির মতো আচরণ করতে পারেন না। কথায় কথায় প্রতিক্রিয়া জানাতে পারেন না। সেটা তাঁর মাথায় রাখা উচিত। আবার সরকারেরও উচিত রাজ্যপালের পদমর্যাদা মাথায় রাখা। একটা চার ঘন্টার অনুষ্ঠানে তিনি এলেন। মুখ্যমন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন, আবার বিদায়ও জানালেন। অথচ এমন জায়গায় বসালেন যে সংবাদ মাধ্যম চাইলেও তাঁকে ধরতে পারল না। এটাও ঠিক নয়। এটাও সুস্থতার লক্ষণ নয়। দু’পক্ষের আচরণে আসলে রাজ্যেরই অমর্যাদা হচ্ছে।
আরও পড়ুন – গান্ধীর হত্যাকারীরা গান্ধীর নামেই পদযাত্রা করছে: বিস্ফোরক সোমেন





























































































































