তৃণমূল কংগ্রেসের মধ্যে “দিদিকে বলো” কর্মসূচি পালন না করলে দল ব্যবস্থা নেবে। মূলত জনসংযোগ বাড়াতে এই কাজ চলছে। দলের একাংশের নেতা খানিকটা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে আবার সক্রিয় করা হচ্ছে গোটা দলকে। সাংসদ, বিধায়ক শুধু নন, এবার ব্লকস্তরেও নেতাদের “দিদিকে বলো” তে সামিল হতে হবে। এর মাধ্যমে বহু মানুষের সমস্যার সমাধান হচ্ছে। ফলে জনসাধারণ উৎসাহিত হচ্ছেন। অভিষেকের নেতৃত্বে এই কর্মসূচি ইতিমধ্যেই দলকে হারানো জমি ফিরে পেতে সাহায্য করছে বলে প্রমাণ মিলছে। দলের যারা এই কর্মসূচি পালন করবে না, তাদের পদ থেকে বা মূল স্রোত থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রায় সকলেই এটি পালন করছেন।





























































































































