বিধান মার্কেটের পর ফের অগ্নিকাণ্ড শিলিগুড়ির সেবক রোডের পানিটাংকি মোড় সংলগ্ন ইন্টারন্যাশনাল মার্কেটে। সোমবার, দুপুরে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। ঘিঞ্জি অঞ্চল হওয়ায় আগুন দ্রুত পাশে থাকা আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।





























































































































