তল্লাশিতে উদ্ধার ২৫০ কেজি নিষিদ্ধ বাজি

0
7

পুজোর দিনগুলিতে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি আটক করল হাবড়া থানার পুলিশ। প্রায় ২৫০কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়। শনিবার রাতে, বাণীপুরে নিয়ে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে হাবড়া দমকল বিভাগ। নিষিদ্ধ বাজি নিয়ে হাবড়া থানার তরফে এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন – কেন খুঁড়িয়ে হাঁটছিলেন বন্ধুপ্রকাশের পরিচিত শৌভিক?