তদন্ত যতই এগোচ্ছে, ততই জটিল হচ্ছে জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের রহস্য। এবার মৃত বন্ধুপ্রকাশ পালের বাবা বন্ধুঅমর পালকেও আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সম্পত্তির কারণে দীর্ঘদিন ধরেই বাবার সঙ্গে টানাপোড়েন চলছিল এই শিক্ষকের। বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েনের কথা স্বীকার করেছেন মৃতের মাও। বন্ধুপ্রকাশ তাঁর বাবার প্রথমপক্ষের স্ত্রীর সন্তান। বন্ধুঅমর পাল দ্বিতীয়বার বিয়ের পর থেকেই বাবার সঙ্গে বন্ধুপ্রকাশের দূরত্ব বাড়ে।
আরও পড়ুন – জিয়াগঞ্জ খুন : একাধিক সম্ভাবনার দরজা খোলা। কুণাল ঘোষের কলম।
সূত্রের খবর, সম্পত্তি সংক্রান্ত মামলাতেও জড়িয়েছিলেন মৃত শিক্ষক। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই বন্ধুপ্রকাশদের পারিবারিক বন্ধু শৌভিক বণিককে আটক করেছে পুলিশ। চলছে ম্যারাথন জেরা।
তদন্তে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে সিআইডি। সুপারি কিলার দিয়ে হত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
আরও পড়ুন – রানাঘাটে খুন, নিহতের রাজনৈতিক পরিচয় নিয়ে দড়ি টানাটানি





























































































































