পুণে টেস্টের তৃতীয় দিনের শুরুতেই বিপর্যয়ের মুখে দক্ষিণ আফ্রিকা। শনিবার ৩৬ রানে ৩ উইকেট নিয়ে খেলতে নামেন ব্রুইন ও নরতজে। প্রথমেই নরতজেকে তুলে নেন মহম্মদ শামি। গতকালের রানের সঙ্গে মাত্র এক রান যোগ করে কোহলির হাতে ক্যাচ তুলে ৩ রানে আউট হন নরতজে। ব্রুইন গতকালের রানের সঙ্গে ১০ রান যোগ করে ৩০ রানে উমেশ যাদবের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ তুলে আউট হন। খেলছেন দলের দুই সেরা ব্যাটসম্যান ডুপ্লেসিস আর উইকেট কিপার ডি কক। দুজনেই ক্রমশ উইকেটে জমিয়ে বসেছেন। প্রথম দেড় ঘন্টায় প্রোটিয়রা ৮৫ রান করেছে ৫ উইকেট হারিয়ে। লক্ষ্যণীয় বিষয় হল, ভারতের স্পিনাররা একটিও উইকেট পাননি। ঊমেশ আর শামিই ভাঙছেন ডুপ্লেসিদের।
আরও পড়ুন – বিরাট ব্যাটে যথার্থ সঙ্গত রাহানে-জাদেজার, ধাক্কা ঊমেশ-শামির






























































































































