শিরোনাম সংখ্যালঘুদের সামনে রেখে শোভাযাত্রা আলিপুর ৭৮ পল্লীর By EBBS Desk - October 11, 2019 0 11 FacebookTwitterPinterestWhatsApp এবারের পুজো কার্নিভালে প্রতিটি কমিটির থিম সম্প্রীতির নজির তৈরি করেছে। তার মধ্যে অন্যতম আলিপুর ৭৮ পল্লী। তাদের থিম “ধর্ম আমার উৎসব সবার”। এবার তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের সামনে রেখে শোভাযাত্রা বের করেছে। যা সকলের প্রশংসা কুড়িয়েছে।