উৎসবের মরশুমেও মন্দা কাটছে না গাড়ির বাজারে। গত মাসে গাড়ির বিক্রি কমেছে প্রায় ২৩.৬৯ শতাংশ। এক বছর আগে সেপ্টেম্বরেই ২,৯২, ৬৬০ ইউনিট গাড়ি বিক্রি হয়। এই বছর একই মাসে গাড়ি বিক্রি কমে দাঁড়িয়েছে ২,২৩,৩১৭ ইউনিট। দেশের বাজারে গাড়ি বিক্রি কমেছে ৩৪.৪ শতাংশ।
শুধু চারচাকার গাড়ি নয়, বিক্রি কমেছে বাইকেরও। সেপ্টেম্বরে বিক্রি কমেছে ২৩.২৯ শতাংশ।
অটোমোবাইল সেক্টরে গাড়ি বিক্রির ঘাটতি ২২.৪১ শতাংশ।
গাড়ি-বাজারের মন্দা কাটাতে জিএসটি-ও কমিয়েছে কেন্দ্র। কিন্তু তা সত্ত্বেও মন্দা কাটছে না। সামনেই ধনতেরাস, দিওয়ালি- সেই সময় বাজারের হাল ফেরার আশায় গাড়ি ব্যবসায়ীরা।
আরও পড়ুন-শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ































































































































