সারাবাংলা যখন মেতেছিল দুর্গোৎসবের আনন্দে, তখন তাঁরা ডিউটি করেছেন রাতদিন- সাতদিন। কারণ তখন তাদের কাঁধে ছিল গুরুদায়িত্ব। এটা যে তাঁদের বার্ষিক পরীক্ষা। কাদের কথা বলছি? কলকাতা পুলিশের কর্মীরা। দুর্গাপুজোর ভিড় সামলানোটা যাঁদের কাছে অ্যানুয়াল পরীক্ষা। আর সেই পরীক্ষায় রীতিমতো সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তাঁরা। তবে যাঁদেরকে রাস্তাঘাটে কর্তব্যরত অবস্থায় দেখা গিয়েছে, তাঁরা ছাড়াও আরও অনেকে ছিলেন নেপথ্যে। ছিলেন লালবাজারের অন্দরে। সেখানে কন্ট্রোল রুমে বসে কোথায়, কখন যানজটে অসুবিধা হচ্ছে সবকিছুই নজর রাখছিলেন তাঁরা। সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল সেই অনুযায়ী। এবার সহকর্মীদের সেই ছবি নিজেদের ফেসবুক পেজে পোস্ট করল করল কলকাতা পুলিশ। জানাল, “পুজোর দিনগুলোয় রাস্তায় দেখেছেন আমাদের, ভিড় নিয়ন্ত্রণ এবং যানবাহন সচল রাখার সাধ্যমতো চেষ্টায়। যাঁদের দেখেননি, যাঁরা ছিলেন নেপথ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়” লালবাজারের কন্ট্রোল রুম এবং ট্র্যাফিক কন্ট্রোল রুমের সদস্যরা সর্বক্ষণ নজর রেখেছিলেন। মহানগরের কোথায়, কখন কতটা ভিড় হচ্ছে, কখন গাড়ির চাপ বেশি। রাস্তায় যাঁরা ডিউটিতে ছিলেন, তাঁদের সঙ্গে সমন্বয়ের কাজটা করেছেন লালবাজারের কন্ট্রোল রুমের সদস্যরা। ছবি পোস্ট করে তাঁদের কাজকে কুর্নিশ জানাল কলকাতা পুলিশ।



































































































































