মহানবমীর আনন্দের দিনে বিষাদের ছায়া মহারাষ্ট্রের জলগাঁওতে। দুষ্কৃতি হানায় জেলার বিজেপি নেতা গোবিন্দ খারাতের পরিবার কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল।
নবরাত্রির উৎসবের দিনে খারাত পরিবারের সঙ্গে বাড়িতেই ছিলেন। হঠাৎই তিন দুষ্কৃতি ছুরি আর রিভলভার নিয়ে ঢুকে পড়ে খারাতের বাড়িতে। একসঙ্গে পরিবারের সকলকে পেয়ে তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। কয়েকজনকে ছুরির কোপও বসায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারা গিয়েছে ৫জন। মৃতদের মধ্যে রয়েছে রবীন্দ্র খারাত, তাঁর ভাই সুনীল খারাত (৫৬), দুই পুত্র প্রেমসাগর (২৬) ও রোহিত (২৫) এবং গাজারে নামে এক আত্মীয়। দুষ্কৃতিরা অস্ত্রসহ জলগাঁও থানায় আত্মসমর্পণ করেছে। রাজনৈতিক প্রতিহিংসা না ব্যবসায়িক বিবাদের জেরে এই ঘটনা, পুলিশ তা খতিয়ে দেখছে।































































































































