নিজের সীমা থাকা উচিত প্রত্যেক মানুষের। সবার ধর্ম নিজের কাজ করা। শ্রীরামপুরের চাতরা গড়গড়ি ঘাটে দুর্গাপুজোয় গিয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে সপরিবারে প্রতিমা দর্শন করেন তিনি। তারপর বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানের বাড়িতে প্রাতঃরাশ করেন। প্রতিমা দর্শনের পর রাজ্যপাল বলেন,”প্রত্যেক মানুষের একটাই ধর্ম। এখানে এসে আমি যা দেখলাম তাতে আমি অভিভূত। এই কথা আমি ভুলবো না।” রাজ্যপালের মতে, প্রত্যেকেরই একটা লক্ষ্মণরেখা থাকে যেটা তিনি নিজেও কোনদিন লঙ্ঘন করেন না। তিনি বলেন, “আমি সবাইকে হাতজোড় করে বিনীত আবেদন করছি যে কেউ লক্ষ্মণরেখা পার করবেন না।” একমনে সবাই মিলে কাজ করলে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সেরা হবে বলে আশা প্রকাশ করেন জগদীপ ধনকড়।






























































































































