হাসিনার অনুযোগের পরই বাংলাদেশে 60 হাজার টন পেঁয়াজ পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্রের

0
3

ভারতে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আক্ষেপ করে বলেছিলেন, রাঁধুনিকে বলেছি এখন আর রান্নায় পেঁয়াজ দিতে হবে না। কারণ ভারত আমাদের পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। ফলে বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষ পেঁয়াজ কিনতে পারছে না। আগে থেকে না জানিয়ে পেঁয়াজের মত নিত্যপ্রয়োজনীয় পণ্য বন্ধ করায় আমরা খুবই অসুবিধায় পড়েছি।

দিল্লিতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের সভায় হাসিনা যখন এই মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলও। পরে ভারতের পক্ষ জানিয়ে দেওয়া হয়, পেঁয়াজ রফতানি বন্ধের ব্যবস্থা নিতান্তই সাময়িক। কারণ ভারতেও পেঁয়াজের দামে চোখে জল আমআদমির। নাসিকে অতিবৃষ্টির ফলে পেঁয়াজ চাষ ক্ষতিগ্রস্ত হওয়াতেই এই সমস্যা। অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই সাময়িকভাবে রফতানিতে রাশ টানা হয়েছে।

তবে ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুযোগের পর আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে বাংলাদেশের ব্যাপক পেঁয়াজ ঘাটতি মেটাতে সাহায্য করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আপাতত তাই ভারত থেকে বাংলাদেশে 60 হাজার টন পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।