এবার পুজোয় বনেদিবাড়ির পুজোয় শিরোনামে চোরবাগান শীলবাড়ি By EBBS Desk - October 7, 2019 0 4 FacebookTwitterPinterestWhatsApp বনেদিবাড়ির পুজো হিসেবে 164 বছরে পড়ল চোরবাগান শীলবাড়ির দুর্গাপুজো। সপরিবার উৎসব চলছে। এবারের মূল দায়িত্বে প্রদীপ শীল। ঠাকুরদালানের পরিবেশই বলে দেয় ঐতিহ্যের আসল সংজ্ঞা কী। প্রাঙ্গণ থেকেই দেওয়া হল ছাত্রদের জন্য কম্বল।