কাশ্মীরকে অশান্ত করতে নয়া কৌশল এবার পাকিস্তানের। আর তার প্রত্যক্ষ মদতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জঙ্গি পাঠিয়ে খুব একটা সাফল্য না পাওয়ার পর এবার পাক অধিকৃত কাশ্মীর থেকে কয়েক হাজার বিক্ষোভকারী সীমান্তে পাঠাচ্ছে পাকিস্তান। বিক্ষোভের পিছনে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট।ইসলামাবাদ থেকে ওই দলের নেতা রফিক দার এই খবরের সত্যতা স্বীকার করে নিয়ে বলেছেন, বিক্ষোভ শান্তিপূর্ণ হবে যদি না ভারতের তরফ থেকে কোনও প্ররোচনা আসে। বাস্তবে প্ররোচনা অজুহাত মাত্র। সীমান্ত অশান্ত করতেই এই চক্রান্ত। রফিকের বক্তব্য, ৩৭০ ধারা তুলে নিয়ে ভারত ভুল করেছে। সেই ভুলের প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ।
শনিবারই পাক প্রধানমন্ত্রী ইমরান এই বিক্ষোভ নিয়ে সতর্ক করার ভঙ্গিতে বলেন, এটা সাধারণ মানুষের প্রতিক্রিয়া। কিন্তু বিক্ষোভকারীদের সীমান্ত না পেরতে নির্দেশ দেন। এই মিছিল মুজফফরাবাদ থেকে গরহি দোপাট্টা হয়ে সীমান্তে আসবে। তারপর মুজফফরাবাদ-শ্রীনগর হাইওয়ে ধরে বিক্ষোভ মিছিল চলবে।
ভারত যেমন নিরাপত্তা বাড়িয়ে মিছিলের উপর নজর রাখছে, তেমনি রাষ্ট্রসংঘের মিলিটারি অব্জারভেশন গ্রুপও নজর রাখছে। তারা ভারতকে শক্তি প্রয়োগ না করতে অনুরোধ করেছে। তবে ভারতের কাছে খবর সশস্ত্র বিক্ষোভকারীরা ভারতে ঢোকার চেষ্টা করবে। তার জন্য উচিত শিক্ষা দিতে তৈরি ভারতীয় সেনা।




























































































































