বিক্ষিপ্ত বা হালকা বৃষ্টি নয়। রীতিমত ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি নামবে অষ্টমীর সন্ধে থেকে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এমনটাই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। ফলে ঠাকুর দেখতে বিকেলের পর যারা বেরোবেন, অবশ্যই সঙ্গে রাখুন ছাতা বা বর্ষাতি।
ঝাড়খন্ডে ঘূর্ণাবর্ত, সেইসঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। এই জোড়া ফলার দাপটেই বৃষ্টি নামবে শহরজুড়ে। পূর্বাভাস বলছে, নবমী- দশমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে উৎসবমুখর বাঙালি চাইছে, সব পূর্বাভাস যেন মিথ্যে হয়ে যায়। অন্তত এই কটা দিন!





























































































































