২০২০-র শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্টের সমান পর্যায়ের নিরাপত্তা পেতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। পরের বছরের জুন মাস নাগাদ মিসাইল আক্রমণ প্রতিরোধকারী দুটি ৭৭৭ বিমান আসছে ভারতে। সেই বিমানে প্রধানমন্ত্রী ছাড়াও চাপবেন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি। বিমান দুটির নাম হবে এয়ার ইন্ডিয়া ওয়ান। আর এরজন্য ভারতের কোষাগার থেকে কতটাকা যাচ্ছে জানেন কী? ১৯০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩৬১ কোটি ২৬ লক্ষ টাকা। এ বছরের ফেব্রুয়ারিতেই এই বিমান দেওয়ার ব্যাপারে সম্মতি জানায় মার্কিন সরকার।
বিমানে থাকবে বিশেষ কনফিগারেশন, যোগাযোগ ব্যবস্থা, অফিস স্পেস, মিটিং রুম। থাকবে বিশেষ সেল্ফ প্রোটেকশন স্যুইট, এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেজার্স, ইন্টিগ্রেটেড ডিফেন্সিভ ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার স্যুট, কাউন্টার অ্যাপ্রেসেস ডিসপেন্সং সিস্টেম। এই বিমান র্যাডা বিকল করার ক্ষমতা রাখে, মিসাইলের গতিপথ বদলাতে পারে। পাল্টা হানার জন্য পাইলট নয়, স্বয়ংক্রিয়ভাবেই কাজ করবে।































































































































