শান্তি ও সম্প্রীতির বার্তা দক্ষিণ পল্লি সর্বজনীনে

0
2

চারিদিকে হানাহানি হিংসা সাম্প্রদায়িক বিভেদের মধ্যে শান্তির বার্তা দিতে চেয়েছে কোন্নগরের নবগ্রাম বি ব্লক দক্ষিণপল্লি সর্বজনীন। এই পুজোর মণ্ডপ সজ্জা ও আলোর খেলা মন জয় করে নিচ্ছে দর্শনার্থীদের। জাতি, ধর্মকে দূরে রেখে শান্তির বার্তা দিতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা। প্রত্যেক দিনই থাকছে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতা। পুজো কমিটির সম্পাদক গৌর মজুমদারের দাবি, তাঁদের পুজো শুধু কোন্নগর নয়, হুগলি জেলার মধ্যেও নজরকাড়া। এবার তাদের পুজোর বাজেট ৮ লক্ষ টাকা। সুতরাং বলাই যায়, কলকাতার পুজোকে টেক্কা দিতে পিছিয়ে নেই কোন্নগরও।