দুর্গোৎসব উপলক্ষ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের প্রীতি ও শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরই বাংলাদেশের নানা জায়গায় প্রবল উৎসাহে দুর্গাপুজো করে থাকেন সেদেশের হিন্দুরা। অন্য সম্প্রদায়ের মানুষও উৎসবে সামিল হন। রাজধানী ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী ও ধানমন্ডিতে সাড়ম্বরে পুজো হয়ে থাকে। এছাড়া সারা দেশেই বহু পুজো হয়। ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছাবার্তায় বলেছেন, দুর্গোৎসব শুধু হিন্দু ধর্মের উৎসব নয়, এটি আজ সর্বজনীন উৎসব হয়ে উঠেছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের উপাসনাই দু্র্গাপুজোর বৈশিষ্ট্য। বাংলাদেশ জাতি, ধর্ম নির্বিশেষে সব মানুষের নিরাপদ বাসভূমি। এখানে সব মানুষই নিজের নিজের উৎসব পালন করেন।
আরও পড়ুন – চাঁদা নয়, সদস্যদের উদ্যোগেই চলছে পঞ্চাননতলা ইয়ুথ অ্যাসোসিশেয়নের পুজো




























































































































