নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হেড কোয়ার্টারে হঠাৎ অভিনেতা মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয়, দেখা করে দীর্ঘ কথা বললেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গেও। আর সে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। প্রশ্ন, তবে কী তৃণমূলের প্রাক্তন এই সাংসদ ক্রমশ গেরুয়া রাজনীতির কাছাকাছি আসছেন?

নাগপুরে আরএসএসের দফতরে এদিন বিকেল পাঁচটা নাগাদ চলে আসেন মিঠুন। নাগপুরের সঙ্ঘ পরিবার থেকে জানানো হয়, মিঠুনের আসা পূর্ব নির্ধারিত ছিল না। তবে রাজনৈতিক মহল অবশ্য সে কথা মনে করছে না। সূত্রের খবর, পরিচিত একজনের মাধ্যমেই মিঠুন-ভাগবত সাক্ষাৎকার স্থির হয়েছিল। এদিন পরেছিলেন প্যান্ট-শার্ট, গলায় তাঁর পরিচিত মাফলারের পরিবর্তে ওড়নার মতো কাপড়। মাথায় টুপি। লক্ষ্যণীয় মুখে ছিল মাস্ক। যদিও তা নামানো ছিল। প্রথমেই তিনি মোহন ভাগবতের কাছে যান, দেখা করেন। দু’জনের আধ ঘণ্টার বৈঠক হয়। সৌজন্য সাক্ষাৎ আধ ঘন্টা গড়িয়ে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়। তবে কী আগামী দিনে ফের নতুন করে নতুন দলে রাজনীতির আঙিনায় দেখা যাবে বলিউডের সুপার স্টারকে? মিঠুন অবশ্য সংবাদ মাধ্যমকে এড়িয়েই গিয়েছেন। ফলে জল্পনা আরও বেড়েছে। লক্ষ্যণীয় হল, ভাগবতের সঙ্গে বৈঠক সেরে সঙ্ঘের রেশমবাগে এসে তিনি হেডগৌড়ার স্মৃতি মন্দিরে শ্রদ্ধা জানান। কিছুক্ষণ সেখানে সময়ও কাটান। যৌবনে নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত মিঠুন রাজ্যে পরিবর্তনের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ হন। এর মাঝেই সারদা চিটফান্ড মামলায় তাঁর নাম জড়িয়ে যায়। এই সময়ে তিনি দলের সঙ্গে দূরত্ব তৈরি করেন। সংসদেও অনুপস্থিত ছিলেন দীর্ঘদিন। এরপর সাংসদ পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে সারদা মামলায় জড়িয়ে গিয়ে টাকা ফেরতও দেন। অসুস্থার কারনে বিদেশে চিকিৎসাধীন ছিলেন। অভিনয় জগৎ থেকে সরে থাকার পর সম্প্রতি তিনি আবার অভিনয় আর ছোট পর্দায় ফেরেন।
দেশ জুড়ে বিজেপির জয়যাত্রার মাঝে মিঠুনও কী শিবির বদলের পথে? শুক্রবার আরএসএস দফতরে মোহন ভাগবতের সঙ্গে বৈঠকের মাধ্যমে সেই জল্পনা আরও উস্কে দিলেন বাংলার সুপারস্টার।
আরও পড়ুন-ঢাকের তালে ধুনুচি নাচ, বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যেও
































































































































