শুক্রবার, উচ্চ-প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার এক বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, আমরা নির্দিষ্ট সময়ের চারদিন আগেই তালিকা প্রকাশ করছি। কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মঙ্গলবার এক নির্দেশে জানান, প্রার্থীদের প্রশিক্ষণ অনুযায়ী নম্বর যোগ করে নয়া মেধা তালিকা এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ নম্বর প্রকাশ করতে হবে টেট, শিক্ষাগত যোগ্যতা আর বিএড অথবা ডিএলএডের প্রশিক্ষণে প্রাপ্ত নম্বর যোগ করে। নয়া এই তালিকাকে কমিশনের ইতিহাসে প্রথম বলে জানিয়ে সৌমিত্রবাবু বলেন, প্রার্থীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে টেট এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরও এবার প্রকাশ করা হবে। এত বিস্তারিত ও স্বচ্ছ্বভাবে তালিকা আগে প্রকাশ করা হয়নি। আর এরজন্য গান্ধী জয়ন্তীর ছুটির দিনেও সহকর্মীরা কাজ করেছেন।
আরও পড়ুন-দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে মোদি-হাসিনা বৈঠক






























































































































