বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে বিপত্তি

0
2

বসিরহাটের আটপুকুরের কোকিলপুর গ্রামের বাঁধ ভেঙে বিপত্তি। গত কয়েকদিনের বর্ষার কারণে বিদ্যাধরী নদীর প্রায় 70 থেকে 80 ফুট বাঁধ ভেঙে গিয়েছে। কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। সেচ দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। স্থানীয় পঞ্চায়েত ও সেচ দফতরের উদ্যোগে চলছে বাঁধ মেরামতির কাজ। কোকিলপুর, উচিলদহ, ঘর কচুরহুলা, মাঝেরপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা প্লাবিত হওয়ার আতঙ্কে রয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বিঘা ধানের জমি। মাছের ভেড়িতে 10 থেকে 15 কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন মালিকরা। দ্রুত বাঁধ মেরামতির কাজ শেষ করার চেষ্টা চলছে।