একই দিনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা বিজেপি-শিবসেনার

0
3

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আসন্ন। তার জন্য বিজেপি ১২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর সেই দেখে শিবসেনাও প্রকাশ করেছে নিজেদের প্রার্থী তালিকা।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১২৪ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে শিবসেনা। তবে সূত্রের খবর, আরও দুটি আসনের জন্য বিজেপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে উদ্ভব ঠাকরের দল। আগেই জানা গিয়েছিল যে, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়বে গেরুয়া শিবির ও শিবসেনা। সেই মতোই একই দিনে দুই দল প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

আরও পড়ুন – সব্যসাচীকে পার্থর জবাব

মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে যে ১২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে ৫২ জন বর্তমান বিধায়কের নামও আছে। অন্যদিকে, এই প্রথম শিবসেনার প্রার্থী হতে চলেছেন ঠাকরে পরিবারের কোনও সদস্য। প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এখন জোট বেঁধে বিজেপি-শিবসেনা জয় পায় কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন – ধর্মের ভিত্তিতে বিভেদ মানে না ভারতীয় সংবিধান: অমিত