নেতাজি ইন্ডোরের মঞ্চে বাংলার সরকারকে কাট মানির সরকার বলে বর্ণনা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর দাবি, ২০২১-এ রাজ্যে আসছে বিজেপি সরকার।
নেতাজি ইন্ডোরের উপচে পড়া ভিড়ে লকেট বক্তব্য রাখতে উঠতেই ঘনঘন হাততালি পড়তে থাকে। সেই সুর ধরেই বিজেপির মহিলা নেত্রীর অভিযোগ, মিড ডে মিলে বাচ্চাদের নুন-ভাত দেওয়া হচ্ছে। আর তাদের বরাদ্দ কোটি কোটি টাকা নেতা-মন্ত্রীদের ঘরে উঠছে। বাংলার মানুষ এনআরসি সমর্থন করেছে। কারন, তাঁরা চান না তাঁদের শিশুর ভাতে অন্য কেউ ভাগ বসাক। ৭০ লক্ষ অনুপ্রবেশকারীর ভুয়ো কার্ড বানানো হয়েছে। তবে একজন হিন্দুরও নাম বাদ যাবে না। ভুল বোঝচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুন-এনআরসির প্রতিবাদে অমিত শাহর সামনে বিক্ষোভ! আটক বাম নেতা































































































































