দীর্ঘ টানাপোড়েনের পরে কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেও হাজিরার কাঁটা রইল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের। মঙ্গলবার, বিচারপতি সইদুল মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করলেই যেতে হবে রাজীব কুমারকে। তবে, 48ঘণ্টা আগে সিবিআইকে নোটিশ পাঠাতে হবে। কলকাতা ছাড়তে পারবেন না এডিজি-সিআইডি রাজীব কুমার। মঙ্গলবার, 50হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে তাঁর আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি। তবে, রায়ে ডিভিশন বেঞ্চ জানায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো এত গুরুত্বপূর্ণ নয় মামলাটি।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আগাম জামিন নিতে হাইকোর্টে যান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনর। শুনানিতে সিবিআই বলে, যতদিন রাজীবের রক্ষাকবচ ছিল, তখন তিনি হাজিরা দিয়েছেন। কিন্তু তারপর থেকে তিনি আর হাজিরা দেননি। এমনকী, জিজ্ঞাসাবাদের সময় তিনি সব প্রশ্নের উত্তর দেননি বলেও সিবিআইয়ের তরফে আদালতে অভিযোগ জানানো হয়। সেই কারণেই তাঁকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল সিবিআই। এই পরিস্থিতি সুপ্রিম কোর্টে যেতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
আরও পড়ুন-অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন রাজীব, দীর্ঘ শুনানির পর মিলল আগাম জামিন
































































































































