বোমা বিস্ফোরণে কেঁপে উঠল রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরের একটি ক্লাব সংলগ্ন এলাকা। রবিবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে। তার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
লখবর পেয়ে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। নিয়ে আসা হয় পুলিশ কুকুরও। বিস্ফোরণস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম ও প্রচুর পরিমাণে বারুদ পাওয়া গিয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসন।





























































































































