যখন চারদিকে আলোর রোশনাইয়ে ভরা, তখন অনেক করূন মুখে রয়ে যায় একই অন্ধকার। কারণ, তাঁদের ঠিকানা বৃদ্ধাশ্রম। কিন্তু তাঁদের সঙ্গে দিন কাটিয়েই প্রকৃত তর্পণ করেন ব্যারাকপুরের তৃণমূল-কংগ্রেসের যুবনেতা সম্রাট তপাদার।
প্রতি বছরের মতো এ বছরও ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার ভোলানন্দ আশ্রম পরিচালিত বৃদ্ধাশ্রমে যান সম্রাটবাবু। এই বৃদ্ধাশ্রমে 125 জন আবাসিক। যাঁদের মধ্যে 70 জন মহিলা। তৃণমূল যুবনেতা পিতৃতর্পণ সেরে গঙ্গার ঘাট থেকে সোজা চলে আসেন এই আশ্রমে। সেখানে তাঁদের সঙ্গে চলে দেদার আড্ডা। তারপর দুপরে মধাহ্নভোজের আয়োজন করা হয়। সম্রাট তপাদার নিজে পরিবেশন করে খাঁইয়ে তাঁদের হাতে নতুন বস্ত্র তুলে দেন।





আরও পড়ুন – রবীন্দ্র সরোবরের পরিবর্তে 4টি নতুন জলাশয়ে ছট পুজো নির্দিষ্ট করল রাজ্য সরকার
এবারে মেনু ছিল ভাত, ডাল, নিরামিষ তারকারি, পটল চিংড়ি, ইলিশ মাছ, চাটনি, পাপড়, মিষ্টি। সম্রাটবাবু এই বিষয়ে বলেন, ‘এই কাজ করে আমি তৃপ্ত। আসল তর্পণ আমার এঁনাদের কাছে আসা। এঁনাদের সঙ্গে সময় কাটানো। আমার সারা বছরের অক্সিজেন হলেন এঁনারা।’





আরও পড়ুন – চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলায় 400 বছর ধরে চটের পটচিত্রে দুর্গাপুজো হয়






























































































































