নারদা তদন্তে চাঞ্চল্যকর মোড়! এবার “থ্রি-M”-কে মুখামুখি জেরায় বসাতে চলেছে CBI

0
2

আইপিএস এসএমএইচ মির্জাকে সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই নারদা তদন্ত হঠাৎ গতি পেয়েছে। মির্জাকে জেরা করে এমন সব তথ্য কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হাতে পেয়েছে, যেখানে বিজেপি নেতা মুকুল রায় কিন্তু অশনি সঙ্কেত পাচ্ছেন।

সূত্রের খবর, জেরার সময় মির্জা নাকি দাবি করেছেন, তাঁর মাধ্যমেই “ছদ্মবেশী” ব্যবসায়ী নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে নেওয়া টাকা পৌঁছেছে মুকুল রায়েট কাছে। এবং মুকুলের এলগিন রোডের ফ্ল্যাটেই লেনদেন হয়েছে টাকার। যদিও জিজ্ঞাসাবাদের সময় মুকুল গোটা বিষয়টি অস্বীকার করে চলেছেন।

আরও পড়ুন – বাড়িতে সিবিআই, যা বললেন মুকুল

অন্যদিকে, ম্যাথু স্যামুয়েল নিজেও তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি মুকুল রায়ের নির্দেশে মির্জাকে টাকা পৌঁছে দিয়েছিলেন। এবং মির্জা গ্রেফতার হলে, কেন ফাঁকা হবে না মুকুলকে? এই প্রশ্নও তুলেছেন ম্যাথু। শুধু তাই নয়, মির্জার গ্রেফতারি ও মুকুলকে জেরার পর থেকে প্রকাশ্যে খুব তৃপ্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে বিষয়টিকে নির্ভীক সাংবাদিকতার জয়, গণতন্ত্রের চতুর্থস্তম্ভের জয় ইত্যাদি ইত্যাদি বক্তব্যগুলো জনমানসে তুলে ধরছেন ম্যাথু।

এদিকে, মুখোমুখি জেরার পর মির্জা নাকি মুকুল, কে সঠিক বলছেন, কে ভুল তথ্য দিচ্ছেন তা স্পষ্ট করতে সিবিআই ম্যাথুকেও ডেকে পাঠিয়েছে বলে খবর। তাঁকেও মুকুল এবং মির্জার মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। তাহলেই বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে তদন্তকারীদের সামনে। তাই নারদা কাণ্ডের জাল আরও গুটিয়ে এবার মির্জা-মুকুল-ম্যাথুকে সামনা সামনি করে দুধ কা দুধ, পানি কা পানি করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন – নারদ তদন্তে মুকুল-মির্জাকে মুখোমুখি বসিয়ে তদন্ত সিবিআইয়ের