আপনার কি রান্নার গ্যাসে ডবল সিলিন্ডার? তাহলে এখন থেকে সাবধান হোন। এলপিজির যোগান কমছে ক্রমশ। মূল কারন অবশ্য সৌদি আরবের তেল সংস্থায় ড্রোন হামলা। ফলে কমেছে জোগান। সিলিন্ডারে রেশনিং হওয়ার সম্ভাবনা প্রবল। সিঙ্গল সিলিন্ডার যাদের তারা আগে পাবেন। তারপর ডিল সিলিন্ডার যাদের তাঁরা পাবেন। গত বছর নবি মুম্বইয়ে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থায় আগুন লাগার পর গ্যাসের জোগান কমে যায়।
আরও পড়ুন – মেয়ের রং কালো, শিশুকন্যার প্রতি নৃশংস বাবা!






























































































































