পুজো ভাসাবে বৃষ্টি? সর্বত্র একই প্রশ্ন এই নয়া ‘ভিলেন’কে নিয়ে। রবিবার সকালে শহর যেভাবে কলকাতাকে আকাশ ভাঙা বৃষ্টি ভাসিয়েছে, এবং সারাদিন আকাশের মুখ ভার, তাতে ছোট-বড় সব পুজো কর্তাদের কপালে ভাঁজ। যাঁরা মণ্ডপে রঙের কাজ করেছেন, তাদের কাজকর্ম ধুয়ে মুছে সাফ। ফের নামতে হচ্ছে কর্মযজ্ঞে। বৃষ্টি হবে না এমন একটা দিনের কথা নিশ্চিত করে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, রবিবারের পাশাপাশি সোমবারেও বৃষ্টি হবে। কিন্তু মঙ্গলবার? দিল্লির মৌসম ভবন জানাচ্ছে, মঙ্গল-বুধেও বৃষ্টির সম্ভাবনা প্রবল। মূলত বঙ্গোপসাগরে দানা বাঁধা একটি ঘূর্ণাবর্ত নিয়েই চিন্তা। সেটি যদি শক্তি বাড়ায় তাহলে আরও বৃষ্টি লেখা রয়েছে ২০১৯-এর দুর্গাপুজোর ভাগ্যে।






























































































































