নারোদা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকাল ১১টায় নিজাম প্যালেস সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে দল বদলু বিজেপি নেতা মুকুল রায়কে হাজিরার নোটিশ দিয়েছে সিবিআই। যদিও মুকুল রায় দাবি করেছেন, তাঁর কাছে কোনও নোটিশ বা ফোন আসেনি। আসলে তিনি নিশ্চিত যাবেন। এদিকে, শুক্রবার জেপি নাড্ডা শহরে আসায় ব্যস্ত থাকবেন তিনি।
কিন্তু তাতে নিস্তার নেই। নারদের একটি অংশে কোটি টাকার লেনদেনের প্রসঙ্গ রয়েছে। ওই অংশটিই চালিয়ে আইপিএস এসএমএস মির্জার সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নারদা কাণ্ডে সাসপেন্ডেড আইপিএস অফিসার এসএমএস মির্জাকে গ্রেফতার করেছে সিবিআই।
আদালত তাকে পাঁচদিনের সিবিআই হেফাজত দিয়েছে। গত সাড়ে তিন বছরে এই মামলায় এটাই প্রথম গ্রেফতারি।
এই সময়ের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারদা কাণ্ডের জাল গুটিয়ে আনতে চাইছে। আর সেই কারণেই মির্জা ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা মুকুল রায়কে তলব করেছে সিবিআই।





























































































































