সুইডিশ তরুণীকে সমর্থন করায় ট্রোলড হলেন রোহিত

0
2

ট্রোলড হলেন রোহিত শর্মা। সুইডিশ কিশোরি পরিবেশকর্মী গ্রেটা থানবার্গকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন ‘হিটম্যান’। রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে বক্তব্য রেখে বিশ্বের নজরে কেড়েছিল বছর ষোলর গ্রেটা। আর তাঁকে সমর্থন করাতেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন রোহিত।

নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু সংক্রান্ত সম্মেলনে সকল রাষ্ট্রনেতাদের দিকে রাগান্বিত স্বরে প্রশ্ন ছুঁড়ে দিয়ে গ্রেটা বলেন, ‘আপনাদের সাহস হয় কী করে? গালভরা প্রতিশ্রুতিই সার। প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আর আপনারা টাকার খেলায় মেতে আছেন।’ এর পাশাপাশি গ্রেটা আরও বলেন, যে রাষ্ট্রনেতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নতুন প্রজন্মকে ঠকাচ্ছেন। নতুন প্রজন্ম তাঁদের কখনও ক্ষমা করবে না।

আরও পড়ুন – কোরিয়া ওপেন থেকে বিদায় সিন্ধুর

মুহূর্তের মধ্যে এই কিশোরীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তাঁকে সমর্থন জানিয়েছেন বিরাটের ডেপুটি। রোহিত গ্রেটার বক্তব্যের ভিডিও ট্যুইট করে লেখেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মের কাঁধে পৃথিবীকে বাঁচানোর ভার ছেড়ে দেওয়াটা অন্যায়। গ্রেটা থানবার্গ, তোমাকে দেখে অনেকে অনুপ্রেরণা পাবে। আর কোনও অজুহাত চলবে না। ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য পৃথিবী দেওয়া আমাদের কর্তব্য। এখনই আমাদের পরিবর্তন আনতে হবে।’

এরপরই ‘হিটম্যান’-এর দিকে সমালোচনার ঝড় ধেয়ে আসে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে, সেলিব্রিটি ক্রিকেটারের সুবাদে বিজনেস ক্লাসে বিমান সফর করেন তিনি। এমনকী তাঁর বিলাসবহুল গাড়ির সংখ্যাও কম নয়। সেগুলি ব্যবহারে প্রচুর পরিমাণে পেট্রল-ডিজেল খরচ হয়। তাহলে তখন পরিবেশ নিয়ে সচেতনতা কোথায় যায় রোহিতের? এই প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকি একজন বলেছেন যে, রোহিত যদি এত সমাজ সচেতন হন, তাহলে গাড়ি ছেড়ে ট্রেনে, বাসে চলাফেরা করুক। এভাবেই ট্রোলড হয়েছেন ‘হিটম্যান’।

আরও পড়ুন – সাদার্ন বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে সম্মান রক্ষা করল ভিকুনার ছেলেরা