অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করছে স্পাইসজেট

0
3

উৎসবের মরশুমে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির বাসিন্দাদের জন্য সুখবর। অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করতে চলেছে স্পাইসজেট। আগামী 27 অক্টোবর থেকে প্রতিদিন 168 আসন বিশিষ্ট একটি বিমান অণ্ডাল ও চেন্নাই রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি বিমান সংস্থা।

জানা গিয়েছে, চেন্নাই থেকে বিকেল 5:35 মিনিটে রওনা হয়ে সন্ধ্যা 7:50 মিনিটে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। এরপর রাত 8:20মিনিটে অণ্ডাল থেকে উড়বে সেটি। চেন্নাইতে অবতরণ করবে রাত 10:45 মিনিটে। বর্তমানে অণ্ডাল থেকে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদ রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট। এবার সেই রুট ম্যাপে চেন্নাই যোগ হওয়ায় খুশি জেলাবাসী।

আরও পড়ুন-কোরিয়া ওপেন থেকে বিদায় সিন্ধুর