বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এর জেরে মঙ্গলবার দুপুর থেকেই অবিরাম বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। একটানা বৃষ্টির জেরে হুগলির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। পুজোর মুখে বৃষ্টিতে সবথেকে বেশি দুর্ভোগে পড়েছেন পুজো উদ্যোক্তারা। শেষ বেলায় যখন বিভিন্ন মণ্ডপে দিনরাত এক করে কাজ করার সময়, সেই সময় টানা বৃষ্টিতে মাথায় হাত সকলের। ব্যান্ডেলের সুব্রত সমিতির পুজো এবারে ২৭ বছরে পদার্পণ করল। শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। জাঁকজমকে এতটুকু খামতি নেই। কিন্তু আবহাওয়া বিমুখ হওয়ায় চিন্তিত পুজো উদ্যোক্তারা।
একই অবস্থা মৃৎশিল্পীদেরও। চুঁচুড়ার মৃৎশিল্পী দীপক মাজির মতে, প্লাস্টিকের ছাউনি টাঙাতেই ব্যস্ত হয়ে পড়ছেন তাঁরা। মহালয়ার দিন একাধিক প্রতিমা দেওয়ার কথা। বৃষ্টি না থামলে কী করবেন ভেবে আকুল পটুয়ারা।
আরও পড়ুন – খেলার মাঠ বাঁচানোর দাবিতে বিক্ষোভ






























































































































