লুকোচুরির মধ্যেই রাজীব ঘনিষ্ঠ আরেক দুঁদে অফিসারকে নোটিশ দিলো সিবিআই

0
4

ADG CID “পলাতক” রাজীব কুমারের খোঁজ চালানোর মধ্যেই চিটফান্ড তদন্তে আরও এক পুলিশ অফিসারকে নোটিশ ধরলো সিবিআই। রাজীব ঘনিষ্ঠ এই পুলিশ অফিসারের নাম মির ওয়াকার রেজা। বর্তমানে তিনি ডিসি পোর্ট পদে কর্মরত। সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে মেইল করে ওয়াকার রেজাকে চিঠি দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নথি সিবিআইয়ের কাছে জমা দিতে বলা হয়েছে।

সূত্রের খবর, সিবিআই রেজাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, বছর তিনেক আগে তিনি যখন সিআইডির স্পেশাল সুপার ছিলেন তখন তাঁর সঙ্গে শুল্ক দফতরের একটি বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন তৎকালীন কলকাতা পুলিশের সিপি রাজীব কুমারও। সেই বৈঠকের আলোচনার বিস্তারিত নথি চাওয়া হয়েছে মির ওয়াকার রেজার কাছ থেকে।

সিবিআই আরও জানতে পেরেছে, চিটফান্ড মামলার তদন্তে রাজ্যের গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমে (SIT)-এর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন রাজীব কুমারের খুব পছন্দের ও কাছের বলে পরিচিত রেজা। সেই সময় তিনি ছিলেন সিআইডির স্পেশাল সুপার।

যদিও ওয়াকার রেজা সিবিআইয়ের কাছ থেকে এই ধরনের কোনও চিঠি পাওয়ার কথা অস্বীকার করেছেন।