2-1 দিনের মধ্যে রাজীব কুমারের হদিশ পাওয়া না গেলে CBI কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে
শহরের কয়েকজন নামজাদা ব্যবসায়ীর কপালে দুঃখ নেমে আসতে পারে। CBI সূত্রে এমনই জানা গিয়েছে।
রাজীব কুমার- CBI টানাপোড়েনের মাঝেই রবিবার নতুন চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে। আর এই তথ্যকে হাতিয়ার করেই এবার CBI অন্য পথে হাঁটতে চলেছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে এখন কলকাতার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী। এরাই রাজীব কুমারকে গা ঢাকা দিয়ে থাকতে সাহায্য করে চলেছেন বলে CBI-এর কাছে খবর। রাজীব কুমারকে কয়েকদিন ধরেই CBI খুঁজে চলেছে। তাঁর আপ্তসহায়ক ও দুই দেহরক্ষীকেও CBI জিজ্ঞাসাবাদ করেছে। রাজীবকে খুঁজতে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এক্ষেত্রে গোয়েন্দাদের সন্দেহ হয়, এতদিন ধরে যিনি ফেরার এবং ফেরার থাকার মাঝেই আদালতে বিশাল খরচ চলছে, সেক্ষেত্রে তাঁকে টাকা জোগাচ্ছে কারা, কারাই বা তাঁকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে? এই আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থই বা আসছে কোথা থেকে?
এ সব প্রশ্নের উত্তর খুঁজতে নেমেই গোয়েন্দারা জানাতে পেরেছেন, শহরের কিছু প্রভাবশালী ব্যবসায়ী নিয়মিত সাহায্য করছেন রাজীব কুমারকে। এরাই রাজীব কুমারকে গা ঢাকা দিতে বা পালিয়ে বেড়াতে সাহায্য করছেন। CBI নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ওইসব ব্যবসায়ীদের খোঁজও পেয়েছে বলে জানা গিয়েছে। রাজীবের পালিয়ে বেড়ানোর ক্ষেত্রে এক ট্রাভেল এজেন্টের বড় ভূমিকার কথা জানাতে পেয়েছেন গোয়েন্দারা। যেসব ব্যবসায়ীরা রাজীব কুমারকে সাহায্য করছেন বলে জানা যাচ্ছে তাদের সঙ্গে রাজ্যের একাধিক দলের প্রভাবশালী রাজনীতিবিদদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও CBI জেনেছে। 2-1 দিনের মধ্যে রাজীব কুমারের খোঁজ না মিললে এই ব্যবসায়ীদের CBI তলব করবে।
আরও পড়ুন-জল অপচয় বন্ধ ও প্লাস্টিক বর্জনে সচেতনতা বৃদ্ধিতে ব়্যালি
































































































































