আলিপুর জেলা ও দায়রা আদালতে খারিজ হয়েছে ADG CID রাজীব কুমারের আগাম জামিনের আবেদন। ফলে আরও বিপাকে কলকাতা ও বিধান নগরের প্রাক্তন নগরপাল। অন্যদিকে, আদালতের এই রায়ের পর আইপিএস রাজীব কুমারকে নাগালে পেতে আরও কোমর বেঁধে মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
যত দিন যাচ্ছে রাজীবের কাছাকাছি পৌঁছে যাচ্ছে সিবিআই। তাদের দাবি, রাজীব কুমারের ফোন থেকে বড়সড় “ব্রেক” মিলেছে। এখন আর রাজীব কুমারকে ফোন করলে ‘ফোন সুইচড অফ’ বলছে না। পরিবর্তে বলছে, ‘কলটি ডাইভার্ট’ করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, কল ডাইভার্ট হওয়া দুটি নম্বরের খোঁজ পাওয়া গিয়েছে। টাওয়ার লোকেশন ট্র্যাক করে মোবাইল গ্রাহকের গতিবিধি নজর রাখা হচ্ছে। দুটি নম্বরই রাজীবের ঘনিষ্ঠদের বলে জানা গিয়েছে। এখন তাঁদের মাধ্যমেই রাজীবের গোপন আস্তানার পৌঁছতে চাইছে সিবিআই গোয়েন্দারা।
আরও পড়ুন-নজরকাড়া সমাবেশে আজ হিউস্টনে ‘হাউডি মোদি’, থাকবেন ট্রাম্পও































































































































