ছেলেকে ক্ষমা করুন, কাতর আর্জি দেবাঞ্জনের মায়ের

0
4

ছেলে দেবাঞ্জন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও যাদবপুরে গিয়ে বাবুল সুপ্রিয়কে মেরেছে।
ছবি ও পরিচয় প্রকাশিত।
ছেলের বেয়াদপিতে বিপর্যস্ত মা।
ক্যান্সার আক্রান্ত রূপালী দেবীর আর্জি,” বাবুল যেন ছেলেকে পুলিশে না দেন। কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমার ছেলের অপরাধ ক্ষমা করুন উনি। শুনেছি উনি বড় মনের মানুষ। ছেলেকে বহু কষ্টে মানুষ করেছি।”

ছেলের কুকীর্তিতে মাকে এভাবে ক্ষমা চাইছে হচ্ছে। ছেলে কেন অন্য জায়গায় গিয়ে অসভ্যতা করল, তা ভেবে তিনিও অবাক।