এবিভিপি অনুষ্ঠানকে ঘিরে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার দুপুরে এনআরসি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে যান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান নকশালপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা। তাই নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বাবুল সুপ্রিয়, অগ্নিমিত্রা পল সহ উপাচার্য ঘেরাও করেন বিক্ষোভকারীরা । এরপর সিআরপিএফ গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে বের করে আনার চেষ্টা করে। ধস্তাধস্তিতে বাবুল সুপ্রিয় জামা ছিড়ে যায় বলে অভিযোগ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। অভিযোগ, তাঁত শাড়িও টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়। সন্ধে যত গড়ায়, তত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। এবিভিপি সদস্যরা এরপরে এসএফআইয়ের ইউনিয়ন রুমে ঢুকে সমস্ত জিনিসপত্র, কম্পিউটার ভাঙচুর করে। সেখানে থাকা আসবাব বাইরে বের করে আগুন জ্বালিয়ে দেন এবিভিপি সর্মথকরা। এই অভিযোগ জানিয়েছেন এসএফআইয়ের সদস্যরা। ছাত্র সংসদের ঘরের ভিতরে লাল কালি দিয়ে সমস্ত পোস্টার ছবি রাঙিয়ে দেয়া হয় এবং দেওয়ালে লাল কালি দিয়ে এবিপি লিখেও দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় পুলিশ বাহিনী। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল। রাজ্যপালের গাড়িতে বসে থাকেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিন্তু তাঁদের কাউকেই বাইরে বেরোতে দেননি বিক্ষোভকারীরা। এই অবস্থায় অসুস্থ হয়ে পড়েন উপাচার্য ও সহ-উপাচার্য। তাঁদের হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনী পৌঁছলে সেই গাড়ি আটকে দেন এবিপি সর্মথকরা। সব মিলিয়ে রণক্ষেত্র চেহারা নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর সহ গোটা এলাকা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.





























































































































